• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নোয়াখালী সোনাইমুড়ীতে গাঁজাসহ ২ নারী আটক।

    মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে তিন কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে তাদের আটক করা হয়।

    আটক দুইজন হলেন- উপজেলার দেউটি ইউনিয়নের বাগপাঁচড়া গ্রামের বাকের ভূঞা বাড়ির সফি মিয়ার স্ত্রী হনুফা বেগম (৩৮) এবং একই বাড়ির বদু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪৩)।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে উপজেলার সোনাইমুড়ী বাজারের প্রবেশ পথে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়।

    তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।আটককৃত দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

    প্রকাশিত: সোমবার ৩১, অগাস্ট ২০২০