• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নোয়াখালী কোম্পানীগঞ্জে বিষপানে কৃষকের আত্মহত্যা।

    মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বক মারার ওষুধ খেয়ে মাঈন উদ্দিন (৪৪) নামের এক কৃষক আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মিয়া মাঝি বাড়ীর আব্দুর রশিদের ছেলে।

    এলাকাবাসী সূত্রে জানায়, রামপুর ৫নং ওয়ার্ড ১৩নং সুইজ মক্কা নগর এলাকার বেড়ি বাঁধের ওপরে বসবাসকারী মাঈন উদ্দিন শনিবার দুপুরের কোন একসময় নিজের ঘরে থাকা বক মারার ঔষধ (বিষ) খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের বলেন, নিহত মাঈন ও তার পরিবারের কয়েকজনের মানুষিক সমস্যা আছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিষয়টি পুলিশ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

    প্রকাশিত: শনিবার ২২, অগাস্ট ২০২০