ডোমারে হত্যা মামলার আরো এক আসামীকে গ্রেফতার।
মোঃ সুমন ইসলাম, ডোমার-নীলফামারীঃ- নীলফামারীর ডোমারে শাহিন (৩০) নামে হত্যা মামলার আরো এক আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানার পুলিশ। শাহিন ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে।
রবিবার রাত৮.০০সময়, মামলার তদন্তকারী কর্মকতা, ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর উপ পরিদর্শক এসআই র্সৈকত কুমার রায়, এএসআই তরুণ চন্দ্র রায়,৪২৭আবুল কালাম কং, সুয়েল রানা কং, গোপন সংবাদের ভিত্তিতে ভোগডাবুড়ী ইউনিয়নের আদর্শপারা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশিত: সোমবার ৩১, অগাস্ট ২০২০
রবিবার রাত৮.০০সময়, মামলার তদন্তকারী কর্মকতা, ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর উপ পরিদর্শক এসআই র্সৈকত কুমার রায়, এএসআই তরুণ চন্দ্র রায়,৪২৭আবুল কালাম কং, সুয়েল রানা কং, গোপন সংবাদের ভিত্তিতে ভোগডাবুড়ী ইউনিয়নের আদর্শপারা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।