নোয়াখালীতে সিএনজি চাপায় শিশুর মৃত্যু।
মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় সাফায়েত হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি চালক গুরুত্বর আহত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফায়েত উপজেলার চরকাঁকড়া ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের রাস্তায় খেলার এক পরযায়ে নতুন বাজার এলাকার রাস্তার ওপর দিয়ে দৌঁড় দেয় সাফায়েত। এসময় একটি সিএনজি তাকে চাপা দেয় এবং সিএনজিটি উল্টে ধুমড়েমুছড়ে যায়। এতে সিএনজি চাপায় সাফায়েত ও চালক গুরুত্বর আহত হয়। আহত সাফায়েতকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাস্তার ওপর দিয়ে শিশুটি হঠাৎ করে দৌঁড় দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত: শনিবার ২২, অগাস্ট ২০২০
নিহত সাফায়েত উপজেলার চরকাঁকড়া ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের রাস্তায় খেলার এক পরযায়ে নতুন বাজার এলাকার রাস্তার ওপর দিয়ে দৌঁড় দেয় সাফায়েত। এসময় একটি সিএনজি তাকে চাপা দেয় এবং সিএনজিটি উল্টে ধুমড়েমুছড়ে যায়। এতে সিএনজি চাপায় সাফায়েত ও চালক গুরুত্বর আহত হয়। আহত সাফায়েতকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাস্তার ওপর দিয়ে শিশুটি হঠাৎ করে দৌঁড় দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।