চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল পরিচালনা করবে ইতালীয় রেফারি ওরসাতো
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন ইতালীয় রেফারি ড্যানিয়েলা ওরসাতো। আগামী রবিববার লুসানের নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) বনাম বায়ার্ন মিউনিখের মধ্যকার ফাইনাল ম্যাচটি।
বৃহস্পতিবার উয়েফার ঘোষণায় বলা হয়, এস্তাদিও ডি লুইজের ওই ম্যাচটি পরিচালনা করবেন ইতালীয় ৪৪ বছর বয়সী এ রেফারি। এই প্রথম তিনি ইউরোপীয় টুর্নামেন্টের কোন ফাইনাল পরিচালনা করতে যাচ্ছেন। ২০১০ সালে আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি লাভ করেন ওরসাতো। তার সহকারী হিসেবে থাকছেন স্বদেশী লরেঞ্জো মেনগানেলি ও আলেসান্দ্রো জিয়ালাটিনি।
অবশ্য ওরসাতো পিএসজির জন্য নতুন কেউ নন। গত মৌসুমে শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচেরও দায়িত্ব পালন করেছিলেন এই ইতালীয় রেফারি।
এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের আটটি ম্যাচ পরিচালনা করেছেন ড্যানিয়েলা ওরসাতো। তন্মধ্যে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচটিও ছিল।
প্রকাশিত: শুক্রবার ২১, অগাস্ট ২০২০