• সদ্যপ্রাপ্ত সংবাদ

    কলাপাড়ায় করোনা দূর্যোগে ২০০ পরিবারকে মানবিক সহায়তায় বাংলাদেশ নৌ-বাহিনী

    বাংলাদেশ নৌ-বাহিনী
    রাসেল কবির মুরাদ, কলাপাড়া-পটুয়াখালীঃ- কলাপাড়ায় করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারকে খাদ্য ও আর্থিকভাবে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। কমান্ডার খুলনা নেভাল অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে লালুয়া ইউনিয়নে নির্মানাধীন বাংলাদেশ নৌ বাহিনীর শের-ই-বাংলা নৌ ঘাটি চত্বরে এ খাদ্য সহায়তা প্রদান করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এসময় শের ই বাংলা নৌবাহিনীর ঘাটির অধিনায়ক ক্যাপটেন এম মহব্বত আলীসহ শের-ই-বাংলা নৌ-ঘাটির উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    লালুয়া ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবন ও নগদ ৫শ’ টাকা করে প্রদান করা হয়। এরপর ঘাটির নির্ধারিত স্থানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এসময় শের-ই-বাংলা প্রকল্প কাজে নিয়োজিত ৮৫০ শ্রমিকের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

    প্রকাশিত: বৃহস্পতিবার ২০, অগাস্ট ২০২০