• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ময়মনসিংহে স্বামীকে কুপিয়ে স্ত্রীকে অপহরণের পর হত্যা

    মোঃ ফজলুল হক ভুঁইয়া,ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার ত্রিশালে স্বামীকে কুপিয়ে আহত করে স্ত্রীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। নিহত সেলিনা (২২ ) ত্রিশাল এলাকার শরীফ মিয়ার স্ত্রী। 

    সোমবার ( ৩১ আগস্ট ) সকালে সূতিয়া নদীর পাড় থেকে সেলিনার লাশ এবং স্বামী শরীফকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ত্রিশাল থানায় সংবাদ দেয়।

    আহত শরীফ মিয়াকে মারাত্মক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

    ত্রিশাল থানার ওসি তদন্ত সুমন চন্দ্র  রায় জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেলিনাকে অপহরণের পরে খুন করা হয়েছে।

    প্রকাশিত: সোমবার ৩১, অগাস্ট ২০২০