গাজীপুরের শ্রীপুরে করোনায় কর্মহীন হতদরিদ্রদের মাঝে নিজেস্ব অর্থায়নে ত্রান বিতরণ করেন ছাত্রনেতা
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের শ্রীপুরে মহামারি করোনায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে নিজেস্ব অর্থায়নে ত্রান বিতরণ করেন গাজীপুর জেলা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মুহাম্মদ রানা রায়হান।
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিন্ম মধ্যবিত্ত পরিবারের অনেক মানুষ লোকলজ্জার ভয়ে প্রকাশ্য সহায়তা নিতে পারছেনা। আর সেই সকল মানুষদের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে ত্রান পৌছে দিচ্ছেন এই জনদরদী ছাত্রনেতা।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের পরামর্শে গাজীপুর জেলা ছাত্রদলের তত্ত্বাবধায়নে করোনা কালীন সময়ে এই ত্রান বিতরণ করছি।
তিনি আরো বলেন, এলাকার কোথাও কোন সহায়তার কথা শুনার সাথে সাথে সাধ্যমতো খাদ্য সামগ্রী নিয়ে বাড়ীতে বাড়ীতে ছুটে যাচ্ছি । আমি ধারাবাহিক ভাবে আমার এই সাহযোগীতা অব্যাহত রাখবো।