• সদ্যপ্রাপ্ত সংবাদ

    গাজীপুরের কালীগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক।

    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃগাজীপুরের কালীগঞ্জে পিপুলিয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন।

    ১১ই জুলাই শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের পিপুলিয়া এলাকায়, টঙ্গীর দিক থেকে আসা বাদশা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব- ১১-৪৭৩৪) সাথে ঘোড়াশালের দিক থেকে যাওয়া একই পরিবহনের আরেকটি বাসের (ঢাকা মেট্রো ব- ১৪-৪৬১৯) মুখোমুখি সংঘর্ষ হয়।

     দুর্ঘটনায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী, দীনা নাজনীন (৪০) নামে একজন নিহত হয়েছেন।

    সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল সড়কের পিপুলিয়া এলাকায় শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে বাদশা পরিবহনের ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ২টি রাস্তার দুপাশে খাদে পড়ে যায়। থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দীনা নাজনীন নামে একজনকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

    এছাড়া দুর্ঘটনায় আহত আরো কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
    এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি।


    প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২০