• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বোয়ালখালীতে ৫১ পিচ ইয়াবাসহ এক যুবক আটক

    Nantu Chowdhury arrested with Yaba

    মিজানুর রহমান, বোয়ালখালীঃ- বোয়ালখালীতে বহুকাল আগে থেকেই চলছে মাদক ব্যবসা।এর বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি থাকলেও অনেকেই প্রশাসনের চোখ এড়িয়ে করে যাচ্ছে এই ব্যবসা। ৯জুলাই বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কানুনগোপাড়ার মোড় থেকে ৫১ পিচ ইয়াবাসহ মোঃ ইউনুচ প্রকাশ নান্টু চৌধুরী (৩৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

    মোঃ ইউনুচ (৩৬) উপজেলার কানুগোপাড়ার খঞ্জপাড়া, কায়কোবাদ প্রফেসরের বাড়ির বাহাদুর চৌধুরীর ছেলে।

    গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানুনগোপাড়া মোড়ের আনু বেকারীর সামনে থেকে মোঃ ইউনুচ প্রকাশ নান্টু চৌধুরীকে আটক করে তার হেফাযত থাকা ৫১পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

    এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম জানান, আটককৃত মোঃ ইউনুচের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

    প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২০