নোয়াখালীতে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য আটক।
আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য আটক |
মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ- নোয়াখালীতে মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্যকে
আটক করেছে সুধারাম থানা পুলিশ। এসময় চোর চক্র থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে
পুলিশ। আজ জেলা শহর মাইজদী টাউন হলের মোড থেকে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের
৬ সদস্যকে আটক করা হয়।
জানা যায়, জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামীলীগের কার্যালয়,হোটেল লিটন, বড়মসজিদ মোড়,
সোনালী ব্যাংক মাইজদী শাখা, নোয়াখালী সুপার মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে গত ২
বছরে ৫ সাংবাদিকসহ রাজনৈতিক, ব্যবসায়ীক ও চাকুরিজীবী মানুষের প্রায় ২শতাধিক মোটর
সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও নানা রকম চেষ্টা
করে কেউ চোর চক্রকে ধরতে পারেনি।
সুধারাম মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই
মোটরসাইকেল চোর চক্রকে গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে আসছি। বিভিন্ন সময়ে চুরি হওয়া
মোটরসাইলের তথ্য উপাত্ত সংগ্রহ করে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা
মটর সাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি।এসয় তাদের কাছ থেকে ২টি
মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধার করার চেষ্টা চলছে।