নান্দাইলে ভ্রাম্ম্যমান আদালতে দুই ভুয়া আয়ুর্বেদিক চিকিৎসকের কারাদন্ড
মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহ:- মাসুদ রানা (৪২) ও হাসিবুল হাসান (৩৩) নামে দুই ভুয়া আয়ুর্বেদিক চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার ১২ জুলাই বিকালে উপজেলার মুসুল্লী ইউনিয়নের ফরিদাকান্দা গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আব্দুর রহিম সুজন এই সাজা দেন। এসময় তাদেরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। পরে পুলিশ ওই দুই চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, ওই দুই চিকিৎসকের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়া গ্রামে। এদের মধ্যে মাসুদ রানা ফোরকান আলীর পুত্র এবং হাসিবুল হাসান মকবুল হোসেনের পুত্র। তারা বেশ কয়েকদিন ধরে ফরিদাকান্দা গ্রামসহ আশপাশের কিছু গ্রামে অপরিচিত ৪/৫জন ব্যক্তি নিজেদের আয়ুর্বেদিকের নিবন্ধনকৃত চিকিৎসক পরিচয় দিয়ে অটিস্টিক শিশুদের বিভিন্ন ভাবে থেরাপি দিচ্ছে। এসময় তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতীয় আয়ুর্বেদিক ঔষধও বিক্রি করে আসছিলেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হলে রবিবার ফরিদাকান্দা গ্রামের লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই ভূয়া চিকিৎসককে ওই সাজা প্রদান করেন।
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২০