নিখোঁজের ২ দিন পর স্কুল ছাত্রীর ভাসমান মৃতদেহ উদ্ধার
মোঃ আল-আমিন, ঝালকাঠিঃ- ঝালকাঠির নলছিটির রানাপাশা গ্রামে নিখোঁজের ২ দিন পর ১০ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী ফারজানা আক্তারের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে উপজেলার রানাপাশা গ্রামের একটি খালে ওই স্কুল ছাত্রীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ফারজানা রানাপাশা গ্রামের ফারুক মুন্সির মেয়ে ও রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, গত মঙ্গলবার সকালে প্রাইভেট পরতে গিয়ে নিখোঁজ হন দশম শ্রেনির ছাত্রী ফারজানা।
পুলিশের ধারণা পা ধুতে গিয়ে পিছলে খালে পড়ে যায় সে। ঠিকমত সাতার না জানায় তীরে উঠতে পারেনি বলে প্রথমিক ধারনা করা হয়। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে এলাকায় নম্র ভদ্র হিসেবে পরিচিত ফারজানার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে।
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২০