গাজীপুরের শ্রীপুরে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযােগে আটক এক
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযােগে এক জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আটক ইলিয়াস মােল্লা (৩০) শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী এলাকার মৃত আঃ কালাম মােল্লার ছেলে। এঘটনায় ভুক্তভােগী গৃহবধূ বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং (৩২) ০৮-০৭ ২০২০।
মামলা সুত্রে জানাযায়,গৃহবধূর স্বামী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় বসবাস করায় গৃহবধূ বাড়িতে একাই থাকেন। অভিযুক্ত ইলিয়াস মােল্লা প্রায় সময় তাকে কুপ্রস্তাবসহ রাস্তাঘাটে উত্যক্ত করতাে।
গত ৭জুলাই দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কৌশলে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে অভিযুক্ত পালিয়ে যায়।
পুলিশকে সংবাদ দিলে রাতেই পুলিশ অভিযুক্ত কে আটক করে। পরে ভুক্তভােগী লিখিত অভিযােগ দায়ের করলে পুলিশ মামলা হিসেবে গ্রহণ করেন।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার উপ - পরিদর্শক (এস আই) সােহেল রানা জানান, অভিযুক্ত ইলিয়াস মােল্লাকে আজ ৮ জুলাই বুধবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।