• সদ্যপ্রাপ্ত সংবাদ

    দেশে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩,১৬৩


    দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে৷ এ নিয়ে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৪২৪ জনে। মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও  ১০ জন নারী।

    দৈনিক স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্যা জানিয়েছেন।

    তিনি বলেন, এই সময়ে ৪,৯১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ফলে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ১০৩,২২৭ জন সুস্থ হয়েছেন।

    শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ।

    নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩,৪৫৩টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

    ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।


    প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০