• সদ্যপ্রাপ্ত সংবাদ

    করোনা মুক্ত হলেন মাশরাফি

    গত ২০ জুন করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার। এরপর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরপর নিয়ম অনুযায়ী, ১৪ দিন পরে দ্বিতীয় পরীক্ষা করান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। কিন্তু ৪ জুলাইয়ের ওই ফলও পজিটিভ আসে। তবে তৃতীয় পরীক্ষায় মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন মাশরাফি।

    ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, 'আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।'

    তিনি আরও লিখেছেন, 'শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য প্রার্থনা করছি। বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি।'

    মাশরাফি লিখেছেন, 'যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।'


    প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০