চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর হাট
মিজানুর রহমান, চট্টগ্রামঃ- করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে চলছে আতঙ্ক, সারাদেশের মত প্রতিদিন জ্যামিতিক হারে রোগী বাড়ছে চট্টগ্রামেও। কিন্তু ঘনিয়ে আসছে কোরবানির ঈদ। তাই স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানোর অনুমোদন দিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
গতবছর নগরীতে দশটি হাট বসলেও এই বছর তিনটি হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।সেগুলো হল-স্টিল মিল বাজার, বড়পোল (চট্টগ্রাম বন্দরের মাঠ) এবং পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ।
যে সাতটি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে ৩টি স্থায়ী হাট এবং ৪টি অস্থায়ী হাট।
স্থায়ী হাট গুলোর মধ্যে রয়েছে- সাগরিকা, পোস্তারপাড় (ছাগলের বাজার) ও বিবিরহাট।
অস্থায়ী হাটগুলোর মধ্যে রয়েছে-এক কিলোমিটার,সল্টগোলা,কমল মহাজন হাট এবং পতেঙ্গা ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা বলেন, দুই শিফটে হাট বসানো হবে।জনসমাগম ও সংস্পর্শতা রোধে হাটের প্রবেশ পথ ও বের হওয়ার পথ আলাদা হবে। এছাড়া ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক করা হবে। এছাড়াও হাটে প্রবেশের সময় তাপমাত্রা মাপা হবে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২০