নওগাঁর রাণীনগরে নামাজ রত অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
আবুুু সাঈদ চৌধুরী, রাণীনগর-নওগাঁঃ- নওগাঁর রাণীনগরে নামাজ পড়া অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে এক পাষন্ড স্বামী সিরাজুল ইসলাম। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে জেলার রাণীনগর উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৮) ও তার স্ত্রী সামছুন নাহারের (৪০) সঙ্গে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিলো।
রবিবার বিকেলে সামছুন নাহার নিজ ঘরে আসরের নামাজ পড়ার সময় তার স্বামী পেছন দিক থেকে ছুরিকাঘাত করে। এসময় বিষয়টি বাড়ি অন্য মানুষ জানতে পেরে স্ত্রী সামছুন নাহারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে ছুরিকাঘাত করে পালানোর সময় গ্রামবাসীরা সিরাজুলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান ঘাতক সিরাজুল ইসলামকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোর্পদ করা হবে। এবং আগামীকাল সোমবার ময়নাতদন্তের জন্য নৌকাত প্রেরণ করা হবে।
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২০