গাজীপুরের টঙ্গীতে ১৪শ পিস্ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের টঙ্গীতে ১৪’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-হৃদয় ওরফে দ্বীন ইসলাম (২৬ ) ও সাইদুর ইসলাম (২৮)।
টঙ্গী পূর্ব থানার এসআই শাহীন মোল্লা জানান, টঙ্গী বাজার হোটেল হ্যারিটেজের নিচে একদল মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে অপেক্ষা করছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮জুলাই) রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মাদক কারবারি হৃদয় ও সাইদুরকে গ্রেফতার করে এবং সুজন নামে অপর একজন পালিয়ে যায়।এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯জুলাই) তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে টঙ্গী পূবাইলসহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২০