গাজীপুরে কফিল উদ্দিন মাষ্টার সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরে সদরের ভাওয়াল মির্জাপুর তুরাগ নদীর উপর নির্মিত কফিল উদ্দিন মাষ্টার সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি ।
উদ্বোধনকালে তিনি বলেন, দেশে সব সেক্টরে উন্নয়ন হচ্ছে। যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রেও বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে।
গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোহসীন, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন প্রমুখ। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী বারিক মিয়া ।
৯০ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসী উপকৃত হবে। আগামি দেড় বছরে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রয়াত আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন মাষ্টার স্মরণে এ সেতুর নামকরণ করা হয় । ১৯৭৫ সালের ২৩ জুন তাকে গনবাহিনী নামধারী বিপথগামীরা প্রকাশ্যে মির্জাপুরে তাকে গুলি করে হত্যা করে ।
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২০