বোয়ালখালী কালুরঘাট সেতুতে ১০দিন ব্যাপি যানচলাচল বন্ধ থাকবে
মিজানুর রহমান, বোয়ালখালীঃ- মেয়াদোত্তীর্ণ ৯০ বছর বয়সী কালুরঘাট ব্রীজ নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে বোয়ালখালীবাসী। তাই এই ব্রীজের সংস্কার কজের জন্য আগামী ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ১০দিন যান চলাচল বন্ধ থাকবে।
এই সেতুর ওপর দিয়ে ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে দৈনিক প্রায় ১ লাখ লোক চলাচল করে। বোয়ালখালী ও পটিয়ার তিন ইউনিয়নের প্রায় ২০ লাখ মানুষ এই সেতুর ওপর সরাসরি নির্ভরশীল।
চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান বলেন, কালুরঘাটের ব্রিজের মেরামতের জন্য টেন্ডার হয়েছে। তাই ওই ১০ দিন কালুরঘাট ব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকবে।