• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ময়মনসিংহে সংঘর্ষে যুবক খুন



    ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে জমি সংক্রান্ত সংঘর্ষে ইসরাফিল নামে এক যুবক প্রতিপক্ষের লাঠির আঘাতে খুন হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    জানা যায়, ওই গ্রামে পারিবারিক বসতভিটে নিয়ে একই বংশের লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ২৩ মার্চ এক সংঘর্ষ বাধলে  মৃত জহুর উদ্দিনের পুত্র ইসরাফিলসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়। মাথায় লাঠির আঘাতে গুরুতর আহত ইসরাফিলকে (৩৫) প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    জানতে চাইলে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. আবুল হাসেম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। #
    মোঃফজলুল হক ভুঁইয়া
    ময়মনসিংহ


    প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২০