করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ প্রিন্স চার্লস
করোনা ভাইরাস থেকে রেহাই পাচ্ছেন না কেউ। এবার আক্রান্ত হলে ব্রিটেনে রাজকুমার প্রিন্স চার্লস।করোনা ভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন গ্রেট ব্রিটেনের যুবরাজ চার্লস৷ বতার কার্যালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন৷
আগেও ব্রিটেনে অনেকের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। তবে এবার করোনার থাবা খোদ রাজ পরিবারে।
চার্লস করোনায় আক্রান্ত হলেও তার ৭১ বছর বয়সি স্ত্রী কামিলার শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি৷ যুবরাজের কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘‘যুবরাজের শরীরে মৃদু উপসর্গ দেখা দিলেও সার্বিকভাবে তিনি সুস্থ রয়েছেন৷ বাসা থেকেই তিনি তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন৷'
তবে কার থেকে তাঁর এই সংক্রমণ হল, তা এখনও স্পষ্ট নয়। কারণ কাজের সূত্রে বহু মানুষের সঙ্গে মেলামেশা করেন।
ব্রিটেনে এখনও পর্যন্ত ৪২২ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এর আগে মোনাকোর প্রিন্স অ্যালবার্টের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তিনিও করোনা আক্রান্ত। তাঁর থেকে এই সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ১২ মার্চ রাজপ্রাসাদে ফিয়েছিলেন তিনি। ফলে, তাঁর এই আক্রান্ত হওয়ার খবরে নতুন আতঙ্ক তৈরি হয়েছে বাকিংহাম প্যালেসে। সেখানকার বয়জ্যেষ্ঠ সদস্যরা এই ভাইরাসে আক্রান্ত কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত কয়েকদিন আগেও হ্যান্ডশেক এড়িয়ে নমস্তে করতে দেখা গিয়েছে প্রিন্স চার্লসকে। তা সত্বেও এই রোগে আক্রান্ত হলেন তিনি।
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২০