বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে সরকার
দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনকে ছয় মাসের জন্য মুক্তি সিদ্ধান্ত দিয়েছে সরকার৷ মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, বয়স বিবেচনায় সদয় হয়ে সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করেছেন। এই ৬ মাস তিনি ঢাকার বাসায় বসে চিকিৎসা নিতে হবে।
এই সাজা স্থগিত হওয়ার কারণে যেকোন সময় মুক্তি পাবেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া।
প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তার মুক্তির দাবি করে আসছে বিএনপি।
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০