ত্রিশালের সাংসদসহ ময়মনসিংহে ৬৫০ জন হোম কোয়ারেন্টিনে
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ৯৬ জন করোনা সন্দেহভাজন রোগী হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টিনে রোগীর সংখ্যা ৬৫০ জন। তাদের মধ্যে একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন।
এদিকে ময়মনসিংহ-৭ আসনের (ত্রিশাল) সরকারদলীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী হোম কোয়ারেন্টিনে আছেন।
জেলায় এরই মধ্যে ১৯৫ জনকে হোম কোয়ারেন্টিন শেষ করায় ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান। তিনি বলেন, জেলায় বসবাসকারী পাসপোর্টধারী সহস্রাধিক প্রবাসী ব্যক্তি এ পর্যন্ত দেশে ফিরেছেন। তাঁরা সবাই হোম কোয়ারেন্টিনে আছেন, ভয়ের কারণ নেই। তবে সবাই হোম কোয়ারেন্টিন মানছেন কি না, সেটা নিশ্চিত করতে তাদের ওপরেও নজরদারি রয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী ওমরাহ পালন শেষে ৮ মার্চ দেশে ফিরে এলাকায় আসেন। এরপর ১৭ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে তাঁর অবাধ বিচরণ ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে ১০ দিনের মাথায় ত্রিশালের উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনের এসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজেও আপলোড করেন সাংসদ মাদানী।
মোঃ ফজলুল হক ভুঁইয়া, ময়মনসিংহ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২০