• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ঝালকাঠিতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী অঃপর গণধোলাই


    ঝালকাঠিতে সাংবাদিক পরিচয়ে একটি দোকান থেকে চাঁদা নেওয়ার সময় তিনজনকে গণধোলাই দিয়েছে জনতা।

    সোমবার (৩০ মার্চ) দুপুরে শহরের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দোকানীর অভিযোগের পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঁঠপট্টি এলাকার কামাল মৃধার মুরগির দোকানে সুমন নামে এক কর্মচারী মুরগি বিক্রি করছিলেন।

    এসময় সাংবাদিক পরিচয় দিয়ে বশির আহম্মেদ খলিফা, রুহুল আমিন রুবেল ও রিয়াজুল ইসলাম বাচ্চু নামে তিন ব্যক্তি দোকান খুলে রাখার জন্য ৫ হাজার টাকা চাঁদাদাবি করেন।

    এটি খাদ্য সামগ্রীর দোকান জানালে, ওই ব্যক্তিরা দোকান কর্মচারী সুমনকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। ভয় পেয়ে সুমন ওই তিন ব্যক্তিকে ১৮০০ টাকা দেন। বাকি টাকা পরে এসে নিয়ে যাবে বলেও হুমকি দেয় তারা।

    খবর পেয়ে স্থানীয় লোকজন এসে ওই তিন ব্যক্তিকে গণধোলাই দেয়। লোকজনের তোপের মুখে পালিয়ে যায় কথিত তিন সাংবাদিক।



    ঝালকাঠি প্রতিনিধিঃ-
    মোঃ আল-আমিন

    প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২০