বাংলাদেশ থেকে মেডিকেল ইকুইপমেন্ট নেবে আমেরিকা | Digonto News BD
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস প্রতিরোধে মেডিকেল ইকুইপমেন্ট নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
তিনি আরো জানান, তারা এসব ইকুইপমেন্ট আমাদের কাছ থেকে কিনে নিবে। এছাড়াও বেশ কয়েকটি দেশ আমাদের কাছে করোনা সংক্রান্ত সহযোগিতা চেয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত প্রায় ২৫ টি মেডিকেল ইকুইপমেন্ট যুক্তরাষ্ট্র আমাদের কাছে চেয়েছে। তাদের রাষ্ট্রদূত আমাদের কাছে এসেছেন এবং বার বার তাগিদ দিচ্ছেন কিভাবে দেয়া যায়। আমরা তাদের আমাদের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। তারা এগুলো টাকা দিয়ে কিনে নিবে। এটা আমরা রপ্তানি করবো।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান, সৌদি আরব, শ্রীলঙ্কা, ভুটান, নেপালসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করে অনুরোধ করেছে মেডিকেল ইকুইপমেন্টের জন্য।
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২০