ময়মনসিংহে করোনা ভাইরাসের ভুঁয়া কবিরাজী | Digonto News BD
ময়মনসিংহে করোনা ভাইরাসের ভুঁয়া কবিরাজী ভ্রাম্মমান আদালতে পিতা পুত্রের ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা
মো ফজলুল হক ভুঁইয়া,ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় করোনা ভাইরাসের ভুঁয়া কবিরাজকে ভ্রাম্মমান আদালত বসিয়ে ৬ মাসের জেল ও তার বাবাকে ১০ হাজার জরিমানা করা হয়েছে।
জানা যায়, শুক্রবার ২৭ মার্চ উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের জনৈক জসিম উদ্দীনের পুত্র শাহীন(২২) তার গ্রামের বেপারী বাড়ি মসজিদে জুম্মার নামাজ পড়ে মসজিদের মুসুল্লিদের সামনে ঘোষণা দেয় যে, আমি স্বপ্নে করোনা ভাইরাসের ঔষধ পেয়েছি।তার স্বপ্নেপ্রাপ্ত ঔষধ খেলেই করোনা ভাইরাসে আক্রান্ত হবে না এবং করোনা রোগে ধরবে না তার এ কথা শুনে করোনা ভাইরাসে আতংকিতরা তার বাড়িতে গিয়ে জমায়েত হতে থাকে।
এখবর পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যার পর নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রহিম সুজন সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে হাজির হয়ে ভুঁয়া কবিরাজ শাহিন ও তার বাবা জসিম উদ্দীনকে(৫৫)কে আটক করেন।
ঘটনাস্থলেই ভ্রাম্মমান আদালত বসিয়ে আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে শাহিনকে ৬ মাসের জেল ও তাঁর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২০