• সদ্যপ্রাপ্ত সংবাদ

    আন্তঃনগর ট্রেন ‘জামালপুর একপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী




    ঢাকা-জামালপুর-ঢাকা রুটের নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর একপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    রোববার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে বাঁশিতে ফু দিয়ে পতাকা উড়িয়ে নতুন এ ট্রেন উদ্বোধন করেন তিনি।

    এর আগে ট্রেনটি উদ্বোধন উপলক্ষে জেলা প্রসাশসের উদ্যোগে জামালপুর রেলস্টেশনে ও সরিষাবাড়ি অ্যাডভোকেট মতিয়ার রহমান রেলস্টেশনে একটি ভিডিও কন্সফারেন্সের আয়োজন করা হয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জেলা প্রসাশক মোহাম্মদ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ আন্তঃনগর ট্রেন জামালপুর স্টেশন থেকে ছেড়ে যাবে বিকাল ৫টা ৪৫ মিনিটে। ট্রেনটি সরিষাবাড়ি, তারাকান্দি, বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে রাত সাড়ে ১১টায়। 


    প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০