• সদ্যপ্রাপ্ত সংবাদ

    গোপীবাগে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন




    রাজধানীর গোপীবাগে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।

    আজ রোববার দুপুর ১টার দিকে আর কে মিশন রোডে শুরু হওয়া এই সংঘর্ষে সময় টেলিভিশনের ক্যামেরাপারসন ও নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

    সংঘর্ষে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনও আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

    পরে দুপুর সোয়া ১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তারা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেন।

    জানা গেছে, মতিঝিল এলাকায় প্রচারণা শেষে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক গোপীবাগের বাসায় ফেরার সময় পথিমধ্যে আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্প থেকে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

    মতিঝিল থানার পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, প্রচারণার বিষয়ে পুলিশকে অবহিত করেননি বিএনপির মেয়রপ্রার্থী। এরপরও খবর পেয়ে তারা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কয়েকজন সামন্য আহত হয়েছেন।

    প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০