• সদ্যপ্রাপ্ত সংবাদ

    জয়ে সাকিবের উচ্ছ্বসিত অভিনন্দন।


    ভারতের বিপক্ষে নবমবারের মুখোমুখিতে জয়ের দেখা পেলো বাংলাদেশ। সতীর্থদের এমন জয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান দলকে শুভেচ্ছা জানিয়েছেন। 

    জুয়াড়িদের তথ্য গোপন করায় সাকিবকে আইসিসি এই নিষেধাজ্ঞা দেয়। ফলে ভারতের বিপক্ষে ক্যাম্পে থাকলেও সিরিজ থেকে সাকিবকে বাদ দিতে হয় বিসিবিকে। রবিবার (৩ নভেম্বর) সাকিব ও তামিমকে ছাড়াই কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো জয় পেলো বাংলাদেশ।

    এমন জয়ে নিষিদ্ধ থাকা সাকিবও উচ্ছ্বাস প্রকাশ করতে ভুল করেননি। নিজের ফেসবুক পেজে সতীর্থদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স, অভিনন্দন বাংলাদেশ, তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছো একটি গৌরবময় মুহুর্ত।

    প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯