• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল "রোহিত শর্মা"

    ছবি সংগৃহীত।
    ম্যাচের আগেই রোহিত শর্মা  বলে রেখেছিলেন, যে কাউকেই হারানোর সক্ষমতা রাখে বাংলাদেশ।তিনি মনে করছেন, নিজেদের যোগ্যতা দিয়েই জিতেছে বাংলাদেশ। বিশেষ করে সাকিব আল হাসান ও তামিম ইকবালের না থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জানি ওদের দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত। তবে এরপরও ওদের মানসম্পন্ন খেলোয়াড় আছে, যারা যেকোনো দলের বিপক্ষে অঘটন ঘটাতে পারে। অঘটন বলব না, আমি বলব ওরা আমাদের হারাতে পারে। ওদের দলে এখন অনেক পরিণত ক্রিকেটার, লম্বা সময় ধরে খেলছে।

    ম্যাচ শেষে তাই, রোহিত শর্মা আবারো কৃতিত্ব দিলেন বাংলাদেশ দলকে। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশ খুব ভালো খেলছে। ওরা এখন অনেক বদলে গেছে। আমরা দেখেছি, ওরা কেবল নিজেদের দেশেই নয়, যখন বাইরে খেলতে গেছে, তখনও ভাল পারফর্ম করেছে, বিশেষ করে আমাদের বিপক্ষে। ওরা সব সময় আমাদের চাপে ফেলে দেয়।’

    রোহিত মনে করছেন, মাঠের কিছু ভুলই তাদের ম্যাচ থেকে ছিটকে ফেলেছে। বললেন, ‘এই স্কোর জয়ের মত ছিল। মাঠে আমরা ভুল করেছি কিছু। দলের কিছু খেলোয়াড় একটু কম অভিজ্ঞ।এই পরাজয় থেকে তারা শিখতে পারে। পরবর্তীতে যাতে এমন ভুল আর না হয়। রিভিউ নেওয়ায় আমরা কিছু ভুল করেছি। মাঠে আমরা সেরাটা দিতে পারিনি। তবে ব্যাটিং অনুসারে লড়াই করার মত স্কোরই দাঁড় করাতে পেরেছিলাম।’

    প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯