• সদ্যপ্রাপ্ত সংবাদ

    অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

    উপাচার্যবিরোধী আন্দোলনের জের ধরে ঢাকার কাছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে শিক্ষার্থীদের বিকাল সাড়ে ৪টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছবি সংগৃহীত।
    মঙ্গলবার ৩টার দিকে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অবরুদ্ধ থেকে মুক্ত হয়ে সিন্ডিকেট বৈঠক ডাকেন উপাচার্য ফারজানা ইসলাম।

    সোমবার সন্ধ্যা থেকেই উপাচার্য অধ্যাপক ফারাজানা ইসলামের বাসভবন ঘেরাও করে রেখেছিলো আন্দোলনকারী শিক্ষকরা।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়ন প্রকল্পের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। এরপর ঈদ সেলামির নামে দুই কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ অবস্থায় গত ২৩ আগস্ট থেকে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।

    গত ১২ সেপ্টেম্বর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু দুর্নীতি তদন্তের দাবি পূরণ না হওয়ায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়।

    প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯