• সদ্যপ্রাপ্ত সংবাদ

    কবর জেয়ারত করলেন মির্জা ফখরুল।


    বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জেয়ারত করলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার যশোরে প্রয়াত এই নেতার কবর জেয়ারত ও দোয়া কর্মসূচির আয়োজন করা হয়।




    মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি শুরু করেন। এ সময় তরিকুল ইসলামের ছেলে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলাম, সদস্য সচিব সাবেরুল হক সাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা।

    প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯