• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বি এন পি নেতা সাদেক হোসেন খোকা আর নেই।


    ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা আর নেই। নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার দুপুর দু্ইটার কিছু আগে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন বলেও জানান শায়রুল।

    ঢাকার সাবেক মেয়র খোকা ২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সের একটি বাসায় থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

    সপ্তাহ তিনেক আগে মুখে ঘা দেখা দিলে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে তাকে ভর্তি করা হয়।

    লাগাতার ওষুধ সেবনে খোকার দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল বলে জানিয়েছিল চিকিৎসকরা। হাসপাতালে ভর্তির নয় দিন পর তার শ্বাসনালী থেকে টিউমার অপসারণ করা হয়। ২৮ অক্টোবর স্বাস্থ্যের আরও অবনতি হলে তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে চলে যান অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র খোকা।

    খোকাকে কোথায় দাফন করা হবে তা কিছু জানা যায়নি। মৃত্যুর আগে ঢাকার জুরাইনে বাবা-মার কবরের পাশে দাফনের জন্য খোকা তার ইচ্ছার কথা পরিবারকে জানিয়ে গেলেও পাসপোর্ট জটিলতার কারণে তার লাশ দেশে আনা হবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

    নিউইয়র্কে খোকার লাশের কাছে আছেন তার স্ত্রী ইসমত হোসেন, ছেলে ইশরাক হোসেন ও ইশফাক এবং মেয়ে শারিকাসহ বেশ কিছু স্বজন।

    মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন খোকা। এরপর যুক্ত হন বিএনপির রাজনীতির সঙ্গে। ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার ক্রীড়া সংগঠন হিসেবেও ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিচিত রয়েছে।

    ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ঢাকার সূত্রাপুর-কোতয়ালি আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এবং খালেদা জিয়ার মন্ত্রিসভার মৎস্য ও পশু সম্পদমন্ত্রী ছিলেন।

    চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর খোকার বিরুদ্ধে দেশে কয়েকটি দুর্নীতি মামলা হয় এবং কয়েকটিতে সাজাও দেয় আদালত।

    প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯