• সদ্যপ্রাপ্ত সংবাদ

    জেনে নিন জরুরি সহায়তা নম্বর-ঘূর্ণিঝড়


    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে সুন্দরবনে আছড়ে পড়তে পারে। এরপর উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, বরিশালসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে তাণ্ডব চালাতে পারে ঝড়টি। 

    ‘বুলবুল’ এর তাণ্ডব চলাকালে ও পরবর্তীতে উদ্ধারকাজসহ যে কোনো সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ কোস্ট  গার্ড। 

     জরুরি সহায়তার জন্য তিনটি আঞ্চলিক কন্ট্রোল সেল খুলেছে কোস্ট গার্ড।

    ‘বুলবুল’-এর সময় ও পরবর্তীতে কোস্ট গার্ডের সহায়তার জন্য ফোন করা যাবে- বরিশাল বিভাগ- ০১৭৬৬৬৯০৬২১, খুলনা বিভাগ- ০১৭৬৬৬৯০৪০১, চট্টগ্রাম বিভাগ- ০১৭৬৬৬৯০১৭১ এবং অতিরিক্ত -০১৭৬৬৬৯০০৪৯ নম্বরগুলোতে।

    উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলে খুলনা ও সাতক্ষীরায় ঘণ্টায় ১৩০ থেকে ১৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে ভারী বৃষ্টিপাত।

    বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর পায়রাকে ১০ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


    প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯