• সদ্যপ্রাপ্ত সংবাদ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত।


    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবার সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

    অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

    প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯