• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা।


    দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর রাজকোটে দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে, তৃতীয় তথা সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন দেখা যেতে পারে।

    একাদশ থেকে বাদ পড়তে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মোস্তাফিজুর রহমান। গ্রোয়েন ইনজুরিতে পড়েছেন মোসাদ্দেক। তার জায়গায় দেখা যেতে পারে মোহাম্মদ মিথুনকে। আর দুই ম্যাচে মাত্র ৪ ওভার বল করেছেন ফিজ। গোঁড়ালিতে সমস্যা রয়েছে মোস্তাফিজের। তার পরিবর্তে প্রায় এক বছর পর টি-২০ খেলতে দেখা যেতে পারে আবু হায়দার রনিকে।

    আজ (রবিবার) নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় সিরিজ জয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

    বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন।


    প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯