• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড় ‘বুলবুলে’ ক্ষয়ক্ষতি কম হয়েছে-প্রতিমন্ত্রী


    সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড় ‘বুলবুলে’ ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর  রহমান।

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

    আরো বলেন, ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় সুন্দরবনকে আরও শক্তিশালী করা হবে। সুন্দরবনকে আরও সবুজ করে তুলতে উদ্যোগ নেওয়া হবে। খুব শিগগির আন্ত:মন্ত্রণালয় বৈঠক করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

    ব্রিফিংয়ে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। গাছচাপা পড়ে দু'জন নিহতের কথা এ সময় নিশ্চিত করেন তিনি। বিভিন্ন জেলায় কিছু ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

    এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ক্ষয়ক্ষতির যেসব তথ্য দিচ্ছেন, তাও সঠিক। রোববার সকাল ১০টা পর্যন্ত ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া গেছে, তাই ব্র্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে। 

    ক্ষয়ক্ষতির আরও তথ্য আসছে এবং পুরো হিসাব পেতে আরো সময় লাগবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।  

    উল্লেখ্য, রোববার রাতে দেশের বিভিন্ন জেলায় আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় 'বুলবুল' সোমবার সকালে ক্রমশ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়। পরে ঘূর্ণিঝড়ের কারণে দেশের তিন সমুদ্রবন্দরে জারি করা মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। এছাড়া অপর সমুদ্রবন্দরেও কমানো হয়েছে সতর্কতা।


    প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯