প্রকাশিত সংবাদের প্রতিবাদ - কাউন্সিলর জহুরুল আলম জসিম।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhwcHNnG-ynw28h3eBD2Y-a5rv3-XMLfbEKPzvL1AhSiGB3V201VNFm_p7QuilZrk4PI7pQ51aYGFuOSu_hKrk1TWcBGJCc83ajBUfi2-QdY1_HemT8IdYqM1TN34r_aVCwTCXZQH7FOA/s320-rw/thumbnail-removebg-preview.png)
তিনি বলেন সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পুর্ণ বানোয়াট, বিভ্রান্তিকর, হিংসাত্বক, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত।তাই আমি সংবাদটির 'তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি'। সমাজের একটি কুচক্রীমহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষে সংশ্লিষ্ট সংবাদ দাতাকে মিথ্যা,বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করিয়েছেন।
মূল কথা হল অপরাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে।
যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তার সাথে আমার বাস্তব জীবন ও রাজনীতি জীবনের কোন মিল নেই। এমন বিভ্রান্তিকর ও ভূলতথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯