• সদ্যপ্রাপ্ত সংবাদ

    আমি কিছুই জানি না।

    সাকিব আল হাসানকে নিয়ে ক্রিকেটাঙ্গণে তোলপাড়। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় তাকে ১৮ মাস নিষিদ্ধ করতে পারে আইসিসি। এমন খবরে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিরাজ করছে চরম উৎকণ্ঠা।


    জানা গেছে, প্রায় দুই বছর আগে ঘটনাটি ঘটেছিলো সাকিব আল হাসানের সঙ্গে। একজন জুয়াড়ি তাকে দুইবার ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলো মোবাইল ফোনে; একবার আইপিএলে এবং আরেকবার বিপিএলে। কোনোবারই তার প্রস্তাবে রাজি হননি সাকিব। তবে প্রস্তাব পাওয়ার বিষয়টি তিনি বিসিবি কিংবা আইসিসির আকসুতে জানাননি।

    পুরোনো একটা ইস্যু এতদিন পর এবং গুরুত্বপূর্ণ একটি সফরের আগে কেনো উঠলো? এমন প্রশ্ন দর্শক সমর্থকদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্লাটফর্মে অভিযোগ উঠেছে বিষয়টি আগে থেকেই জানতেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পান। ক্রিকেটারদের আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণেই সাকিবের বিষয়টি বোর্ড এই মুহূর্তে সামনে নিয়ে এসেছে বলেও অভিযোগ করছেন সমর্থকরা।

    তবে এ ব্যাপারে কিছু জানেননা বলে দাবি করেছেন নাজমুল হাসান পাপন।

    তিনি বলেছেন, সাকিবের ব্যাপারে আইসিসি কিছুই জানায়নি। সাকিবের নিষেধাজ্ঞা বিষয়ে আইসিসির কোনো কথা আমি জানি না। এ বিষয়ে বলতে হলে আমাকে তো জানতে হবে। এ ব্যাপারে আমি কিছুই জানি না। আইসিসি কিছুই জানায়নি এখন পর্যন্ত।

    প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯