ড. ইউনূসকে গ্রেপ্তার করা যাবে না ৭ নভেম্বর পর্যন্ত,সরকারকে হাইকোর্ট
নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত হয়রানি বা গ্রেপ্তার না করার জন্যে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে উচ্চ আদালত আগামী ৭ নভেম্বরের আগে ড. ইউনূসকে বিচারিক আদালতের সামনে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
ড. ইউনূসের ভাই ড. মুহাম্মদ ইব্রাহীমের রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ (২৮ অক্টোবর) এই রায় দেন।
রিট আবেদন শুনানিতে আবেদনকারীর পক্ষে অংশ নেন ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ এবং সরকারের পক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেক।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর, ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানটির তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংস্থা গ্রামীণ কমিউনিকেশনস এর তিন কর্মীকে চাকরীচ্যুত করার ঘটনায় তিনটি মামলায় ড. ইউনূসের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
![]() |
অধ্যাপক ড.মোহাম্মদ ইউনুস, ছবি সংগৃহীত। |
ড. ইউনূসের ভাই ড. মুহাম্মদ ইব্রাহীমের রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ (২৮ অক্টোবর) এই রায় দেন।
রিট আবেদন শুনানিতে আবেদনকারীর পক্ষে অংশ নেন ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ এবং সরকারের পক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেক।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর, ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানটির তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংস্থা গ্রামীণ কমিউনিকেশনস এর তিন কর্মীকে চাকরীচ্যুত করার ঘটনায় তিনটি মামলায় ড. ইউনূসের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯