সাকিবের নেতৃত্বে আমরা ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলবো: মাশরাফি
জুয়াড়ি থেকে প্রস্তাবের বিষয় গোপন রাখায় বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই বছরের মধ্যে একবছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি একবছর স্থগিত নিষেধাজ্ঞা। সাকিবের ওপর এ নিষেধাজ্ঞার খবরে ভেঙে পড়েছেন তার দীর্ঘদিনের সতীর্থরা।
সাকিবের এমন দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল সবাইকে। সেই আহ্বানের পর দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!
প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
![]() |
ছবি সংগৃহীত, |
প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯