• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পাকিস্তানে ট্রেনে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে নিহত ৪৬ জন

    বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের লিয়াকতপুর শহরে একটি ট্রেনের তিনটি কামরায় আগুন লাগায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
    পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, ছবি সংগৃহীত।
    বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে পাঞ্জাবের লিয়াকতপুরের কাছে এলে রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

    পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম ট্রেনের তিনটি কামরায় আগুন লাগায় হতাহতের এই ঘটনা ঘটে।

    জেলা প্রশাসক জামিল আহমেদ গণমাধ্যমকে জানান যে ট্রেনের সেই কামরাগুলোতে তবলিগ জামাতের সদস্যরা ছিলেন।

    রহিম ইয়ার খান জেলার পুলিশ কর্মকর্তা আমির তৈমুর খানের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, নিহতদের মধ্যে নারী-পুরুষ রয়েছে।

    দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এঘটনার শোক প্রকাশ করে নিহতের পরিবারদের সমবেদনা্ জানিয়েছেন। সেইসঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯