• সদ্যপ্রাপ্ত সংবাদ

    শেষ মুহূর্তে রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

    ম্যাচের নির্ধারিত ৯০ মনিট শেষ হয় ১-১ গোল ব্যাবধানে।অতিরিক্ত সময়েও দুই দলের লড়াই এগোচ্ছিল ড্রয়ের দিকে।কিন্তু শেষ মুহূর্তে রোনালদোর পেনাল্টি শটে গোল না হলে ১-১-এ সমতা নিয়েই মাঠ ছাড়ত অতিথিরা।
    ক্রিস্টিয়ানো রোনালদো, ছবি সংগৃহীত।
    ম্যাচের প্রথম গোলটি করে জুভেন্টাসই। লিওনার্দো বোনুচ্চির গোলে স্বাগতিকেরা এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করতে পারত। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে ক্রিস্টিয়ান কোওয়ামির গোলে সমতায় ফেরে জিনোয়া।

    দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে জিনোয়ার দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে অতিথিদের পেয়ে বসে জুভেন্টাস। কিন্তু জিনোয়ার রক্ষণ জমাট ফাঁকি দিয়ে জালের দেখা পাচ্ছিল না কোনোভাবেই। । ম্যাচের ৮৭ মিনিটে এসে জুভেন্টাসের আড্রিয়েনও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ স্কোরলাইনেই। ম্যাচের যোগ হওয়া সময়ে জিনোয়ার ডি বক্সে ফাউলের শিকার হন রোনালদো।শেষ বাঁশি বাজার আগে সফল স্পটকিকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পর্তুগীজ তারকা।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯