সেরার লড়াই, ত্রিমুখি প্রতিযোগিতা।
উয়েফা বর্ষসেরার লড়াইয়ে বাজিমাত করেছেন ভার্জিল ফন ডাইক। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার। কিন্তু ফিফার বর্ষসেরার লড়াইয়ে পেরে ওঠেননি ফন ডাইক। রোনালদো-ফন ডাইককে হারিয়ে ব্যক্তিগত নৈপুণ্যের ট্রফি জিতেছেন মেসি।
ব্যালন ডি'অরের লড়াইয়েও চলছে ত্রিমুখি লড়াই। 'আসল' এই লড়াইয়ে কে জিতবেন সেটা জানা যাবে আগামী ডিসেম্বরের শুরুতে। এই লড়াই ছাড়াও রোনালদো-ফন ডাইকের সঙ্গে আরেকটা দ্বৈরথ আছে মেসির। তা হলো গ্লোব সকার অ্যাওয়ার্ড নিয়ে। মেসি, রোনালদো, ফন ডাইক তিনজনই মনোনয়ন পেয়েছেন এই লড়াইয়ে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯