• সদ্যপ্রাপ্ত সংবাদ

    রাজধানীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮।

    রাজধানীর মিরপুরের রূপনগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় রূপনগর ১১ নম্বর সড়কে বেলুনে গ্যাস ভরছিলেন এক ব্যবসায়ী। এ সময় হঠাৎ করেই বিস্ফোরিত হয় সিলিন্ডারটি। এতে ঘটনাস্থলেই ৪ শিশুর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও তিনজন। বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। আহতদের সোহরাওয়ার্দী, ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

    ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে। ৮ জনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯