ময়মনসিংহের মানুষকে ইউনিয়ন থেকে সিটির নাগরিক করে দিয়েছেন-প্রধানমন্ত্রী
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি করপোরেশন করে দিয়ে আপনাদের ইউনিয়ন থেকে সিটির নাগরিক করে দিয়েছেন। তিনি ছয় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে ব্রহ্মপুত্র নদকে খননের কাজ করার সুযোগ করে দিয়েছেন।
ময়মনসিংহ সিটি করপোরেশন ২৪নং ওয়ার্ড যুবলীগের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর থেকে ময়মনসিংহ রাস্তাটি ১০ লেনে করার ঘোষণা দিয়েছেন।
২৪ নং ওয়ার্ডের রাস্তাঘাট ও যোগাযোগ রক্ষার সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করার আশ্বাস দেন ময়মনসিংহের এ নগর পিতা।
এসময় আরো বক্তব্য দেন- মহানগর যুবলীগ আহ্বায়ক শাহিনুর রহমান, মহানগর যুবলীগের সদস্য শেখ আল আমীন, যুবনেতা রাশেদুল ইসলাম রসুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম সোহেল।
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯