• সদ্যপ্রাপ্ত সংবাদ

    অসুস্থ সাদেক হোসেন খোকার অবস্থার অবনতি ।

    ক্যানসারে আক্রান্ত হয়ে আমেরিকায় চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

    মঙ্গলবার সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

    শায়রুল কবির খান বলেন, সাদেক হোসেন খোকা নিউইয়র্কের ম্যানহাটনে স্লোশেন ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে তিনি কিডনির ক্যানসারে ভুগছেন। তার অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়। সাদেক হোসেন খোকার জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।

    ২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য দেশ ছাড়েন। বিদেশে থাকা অবস্থায় বেশ কয়েকটি দুর্নীতি মামলায় তার সাজা হয়।

    প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯