পেঁয়াজের মূল্যবৃদ্ধি, বাজারে অভিজান।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ব্যবসায়ীদের কারসাজি রুখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা সোমবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে অভিযান চালান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, ওই বাজারে অভিযান চলাকালে তারা কয়েকটি পেঁয়াজের আড়ৎ পরিদর্শন করেন। সেই সাথে বাজারের 'কৃষি বীজ ঘর' মালিককে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে দুই হাজার ৫০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে 'সততা ট্রেডার্স' মালিককে এক হাজার জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান মালিককে পরামর্শ দেয়া হয়।
অভিযানে সহায়তা করেছে- জেলা প্রশাসন, জেলা আনসার ব্যাটালিয়ন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও বালিয়াকান্দি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্টরা।